তরুনদের সাথে নিয়ে একটি সুন্দর দোহার গড়ে তুলতে চাই- মাসুদ মোল্লা

480

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া দোহার পৌরসভা নির্বাচনে তরুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে একটি বড় অংশ এই নির্বাচনে অংশ গ্রহন করছেন। এর মাধ্যে অন্যতম ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ মোল্লা। পৌর এলাকার যুবকদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে তাদের নিয়ে দোহার পৌরবাসীকে একটি আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলতে চান তিনি।

সীমানা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী সুতারপাড়া গ্রামের মোল্লা বাড়ীর ফিরোজ মোল্লার সন্তান মাসুদ আহম্মেদ ওরফে মাসুদ মোল্লা। দীর্ঘ দিন ধরে আওয়ামী যুব রাজনীতির সাথে জড়িত থাকা এই যুবনেতা এবারই প্রথম অংশ গ্রহন করছেন কোন স্থানীয় নির্বাচনে। ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসাবে পরিচিত এই যুবনেতা এইবার তরুন প্রজন্ম ও যুবকদের সাথে নিয়ে পাল্টে দিতে চান পৌরসভার দৃশ্যপট।


নামে ও করের দিক থেকে দোহার পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও অবকাঠামো বলতে কিছুই নেই এই পৌরসভায়। পৌরসভা স্থাপনের যেই মূল বিষয় সুপেয় পানির ব্যবস্থা, পৌরসভা প্রতিষ্ঠার ১৪ বছর হয়ে গেলেও পানির লাইন বসাতে পারেনি পৌরসভা। এখনও পর্যন্ত করতে পারে নি পৌরসভার নিজস্ব একটি শিশু পার্ক। এই সব বাস্তবতাকে সামনে রেখে পৌরসভার উন্নয়নে তিনি রাখতে চান ব্যাপক ভূমিকা। এই ভূমিকা রাখার জন্য তিনি পাশে চান পৌর এলাকার সৎ, শিক্ষিত ও সুনাগরিক যুবসমাজকে।

অন্য খবর  দোহারে চাল বরাদ্দ নেই হতাশ বেকার জেলেরা


সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সামনে এগিয়ে চলা মাসুদ মোল্লা নিউজ৩৯ কে জানান, তিনি সবাইকে সাথে নিয়ে  এইটি সুন্দর সমাজ গড়ে তুলতে চান। এর জন্য প্রয়োজন হলো সমাজে ন্যায়, সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা এবং সেই সাথে তিনি দোহার পৌরসভার অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নের মাধ্যমে সবার সামনে নিয়ে আসতে চান। যাবতীয় নাগরিক সুবিধা সমুহ তিনি দোহার পৌরসভার প্রত্যেক নাগরিকের কাছে পৌছে দিতে তিনি অঙ্গিকার বদ্ধ।


সেই সাথে তিনি তাঁতি সম্প্রদায়ের অনেক দিনের দাবি জয়পাড়াস্থ তাতঁ কলটি পুনরায় চালু করতে চান। এই জন্য তাঁতি সম্প্রদায়ের কাছে তিনি সহযোগীতা চান। তিনি তাঁতি সম্প্রদায়ের জন্য তাত বোর্ড চালুসহ বিভিন্ন কাজ করতে বদ্ধপরিকর।

সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতির বিকাশ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন তিনি খেলাধুলাকে পৌরসভার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং সাংস্কৃতিক বিকাশে ব্যাপক অবদান রাখবেন।

আপনার মতামত দিন