২৫ মার্চের ভিতর জয়পাড়া ফুটপাথ মুক্ত করার নির্দেশ প্রশাসনের

329
২৫ মার্চের ভিতর জয়পাড়া ফুটপাথ মুক্ত করার নির্দেশ প্রশাসনের

ঢাকা জেলার দোহার উপজেলার প্রানকেন্দ্র দোহার পৌরসভার জয়পাড়া থানার মোড় থেকে কলেজ মোড় হয়ে করম আলীর মোড় পর্যন্ত ফুটপাত ও রাস্তার দুইপাশে থাকা অবৈধ দোকানপাট সরাতে ২৫ মার্চ, রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রশাসন। একইসাথে এই রাস্তার দুই পাশে যেকোন ধরনের যানবাহন ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিক্সা সহ সবধরনের যানবাহন যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও থানা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত মোতাবেক লিখিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট বসানো, যত্রতত্র যানবাহন পার্কিং এবং নির্মাণ সামগ্রী রাখার কারণে শিক্ষার্থীসহ সাধারন মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। ইতোপূর্বে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী কোন সমাধান না আসায় এবার উপজেলা, থানা ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় সহ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত দিন