লটাখোলায় যুবককে কুপিয়ে জখম

292
অবশেষে মৃত্যুর কাছে হার আনোয়ারের  

ঢাকা জেলার দোহার উপজেলার চর লটাখোলায় আনোয়ার হোসেন নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে মো. আনোয়ার (২৮) এর উপর এই হামলা চালানো হয়। আহত আনোয়ার চর লটাখোলা এলাকার খোরশেদ বেপারীর ছেলে। তার অবস্থা আশংকাজনক।

চর লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রিজ এলাকার মনিরের চায়ের দোকানের সামনে সোমবার রাত আনুমানিক সারে আটটায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের প্রায় সবার হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল বলে জানায় এলাকাবাসী।

আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করে। আহত মো. আনোয়ার, আল আমীন চোকদারের ড্রেজারের ব্যবসায় কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

ঘটনার প্রকৃত কারন এখনো জানা যায়নি।

আপনার মতামত দিন