বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

352
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি দোহার উপজেলার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলমান কর্মসূচির আলোকে দোহার উপজেলায় চত্বরে পরিবার পরিকল্পনা(FPI) এবং পরিবার কল্যান সহকারী( FWA) দের শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরনসহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন লক্ষে মানব বন্ধন আনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে দোহার  উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরির্দশক (FPI) এবং সকল পরিবার কল্যাণ সহকারী (FWA)উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন