দোহারে ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ

276

ঢাকা জেলা পরিষদের সরাসরি অর্থায়নে দোহার উপজেলার নয়াবাড়ি ও রাইপাড়া ইউনিয়নের সাতটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কাজগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন। দোহারের এই সাতটি উন্নয়ন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন, ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. মোতালেব, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদীন সহ আরও অনেকে।

আপনার মতামত দিন