দোহারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

1544

ঢাকা জেলার দোহারে ১০০তম এজেন্ট আউটলেট উদ্বোধন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। রবিবার দোহারের পল্লী বাজার এলাকায় প্রধান অতিথি থেকে আউটলেটটি উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবেদ আহাম্মদ খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন মো: মঞ্জুর হাসান, ইভিপি ও জোনাল হেড, এআইবিএল ঢাকা দক্ষিণ জোন, কাজী মো: ইলিয়াস, ব্যবস্থাপক ভাগ্যকুল শাখা, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান খান,ঢাকা জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান মোল্লা, মো: আব্দুল কাইয়ুম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও এজেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মো: আব্দুল আজিজ মোল্লা, এজেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পল্লী বাজার এজেন্ট আউটলেট। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মো: সাখাওয়াত হোসেন।

আপনার মতামত দিন