দোহারে গাছে গাছে আমের মুকুল, ব্যাপক আম উৎপাদনের সম্ভাবনা

1863
দোহারে গাছে গাছে আমের মুকুল, ব্যাপক আম উৎপাদনের সম্ভাবনা

 

চলতি মৌসুমে ঢাকা জেলার দোহার উপজেলায় প্রতিটি গ্রামের আম গাছ জুড়ে আমের মকুলে ছেয়ে গেছে । প্রকৃতির নানা ধরনের ফুলের মতো সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে চারিদিক মুখরিত ।

আমের মুকুলের সেই সুমিষ্ট সুভাস আনন্দিত করে তুলছে মানুষের মন। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই গাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। এখন সময়ের ব্যবধানে তা আরো বাড়ছে। তবে ঢাকার দোহার উপজেলায় গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। এছাড়া বাগান করে আম চাষ কম হলে ও প্রতিটি ভিটে বাড়ির আঙ্গিনার চারপাশে আমের চাষ করা হয় বেশি। আর এসব আম গাছ গুলোতে শোভা পাচ্ছে আমের মুকুল। আম চাষি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন।

স্থানীয় বসতবাড়ীর আম চাষীদের সাথে কথা বললে তারা জানান, আবহাওয়া ঠিক থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগে কোন ক্ষতি না হলে ও সময়মতো পরিচর্যা হলে গত বছরের তুলনায় এবছর চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। এছাড়া দোহারের ৯টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে বসতবাড়ি ও বাগানে আম চাষ করা হয়ে থাকে। তবে দোহারে বসত বাড়ীর আঙ্গিনার চারপাশ দিয়েই আম চাষ বেশি দেখা যায় ।

আপনার মতামত দিন