নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

1439

নবাবগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামানের আদালত এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোবিন্দ হালদারের ছেলে প্রাণকৃষ্ণ হালদার ও কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের সোনামিয়ার ছেলে টিটু ফয়সাল। এদেরকে ৮ মাস ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার সহকারী উপপরিদর্শক রামকৃষ্ণ দাস।

এ বষয়ে নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক রামকৃষ্ণ দাস ও মহির উদ্দিন জানান, “বুধবার সকালে কুমার গোল্লা বাজার এলাকা থেকে ৫০গ্রাম গাঁজাসহ প্রাণকৃষ্ণকে আটক করা হয়। দুপুরের দিকে আমীরপুর এলাকা থেকে ৫ পোটলা গাঁজাসহ টিটু ফয়সালকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন”।

আপনার মতামত দিন