মতির আস্তানা সিলগালা; পালিয়েছে মতিউর রহমান

1499
মতির আস্তানা সিলগালা; পালিয়েছে মতিউর রহমান

দোহারের হজ বাবার আস্তানা সিলগালা করে দেয়া হয়েছে। পালিয়ে গেছে ভণ্ড পীর ডা. মতিউর রহমান। হজ পালন করতে লাখ টাকা খরচ করে মক্কা-মদিনায় যেতে হবে না, ঢাকার দোহারেই সেরে নিতে পারেন হজব্রত! এমন মিথ্যা প্রচারণা আর ভণ্ডামি চালিয়ে আসছিলেন তিনি।

এই ভণ্ড পীরের কর্মকাণ্ড নিয়ে গতকাল একটি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রচারের পর হজবাবা মতিউর রহমানের আস্তানায় অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। অভিযানে সেই আস্তানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় উত্তেজিত জনতা সেখানে ভাঙচুরও চালায়। তবে টেলিভিশনে অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রচারের খবর পেয়েই পালিয়েছে মতিউর রহমান মতি ওরফে হজবাবা।

জানা গেছে, গতকাল রাত ১০টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ও দোহার থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লটাখোলা এলাকায় ভণ্ডপীর মতিউর রহমানের আস্তানায় অভিযান শুরু করে। এ সময় তাকে পাননি অভিযান পরিচালনাকারীরা।

আপনার মতামত দিন