পীর সেন্টু’র দরগায় আগুন!

2047
পীর সেন্টু'র দরগায় আগুন!

নিউজ২৪ টিভি তে দোহারের লটাখোলার ‘পীর মতি’র আস্তানা প্রশাসন কর্তৃক উচ্ছেদের পর ৯ অক্টোবর রবিবার দুপুর সাড়ে ১১টায়  ‘মতি পীরে’র প্রধান শিষ্য সাবেক ঢাকা জেলা ছাত্রললীগের সহ সভাপতি শফিকুল ইসলাম সেন্টু’র উত্তর জয়পাড়াস্থ দরগায় আগুন দেয়া হয়। এতে বাড়ীর বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে কারা আস্তানাটিতে আগুন দিয়েছে তা জানা যায় নি।

এরপর ফায়ার সার্ভিস সেখানে এসে ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

তবে জানা গেছে, শনিবার রাত ১১টায় সেণ্টু ও তার অনুসারীরা দরগা পরিত্যাগ করে। পরে জনসাধারণ রোববার সকালে আগুন দেয়, সেখানে ৪টি ছাগল,  ২ টি গরু নিয়ে যায়। এছাড়া পুলিশ সেখানে কিছু দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে।

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ও দোহার থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিস্থিতি ঘোলাটে করতে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, ভণ্ডপীর মতিউর রহমানের বিরুদ্ধে একটি মামলা ও তার শিষ্য সেন্টুর মাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

অন্য খবর  প্রকাশিত সংবাদের প্রতিবাদে দোহারে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

এখন  সেখানে এস আই হাবিব এর নেতৃত্বে পাহারার ব্যবস্থা করা হয়ছে। জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অগ্নিকাণ্ডের কিছু দৃশ্য-

pir_sentu_03 pir_sentu_02 pir_sentu_01 pir_sentu_04 pir_sentu_05 pir_sentu_06

আপনার মতামত দিন