ঢাকার নবাবগঞ্জ উপজেলায় “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্দোগে বিশ্বজনসংখ্যা দিবস উদযাপন হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্রে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুন নাহার, কর্মরত ডা. কাজী গোলাম আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ্ জালাল প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
আপনার মতামত দিন