৮৬১ প্রবাসীর লাশ বিনাভাড়ায় দেশে এনেছে বিমান

303
৮৬১ প্রবাসীর লাশ বিনাভাড়ায় দেশে এনেছে বিমান

২০১৬-১৭ অর্থ বছরে সম্পূর্ণ বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশী শ্রমিকের লাশ বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । গতকাল বৃহস্পতিবার বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আবুধাবি থেকে ২৭ জন,  দোহা থেকে ৮জন, দাম্মাম থেকে ৯৩ জন, দুবাই থেকে ৫৯ জন, কুয়ালালামপুর থেকে ৬২ জন, জেদ্দা থেকে ৩২ জন, কুয়েত থেকে ৯১ জন, মাস্কাট থেকে ১৭৩ জন ও রিয়াদ থেকে ৩১৬ জন প্রবাসীর লাশ  দেশে আনা হয়েছে। দুর্ঘটনাসহ নানা কারণে মৃত এসব প্রবাসী শ্রমিকদের লাশ বিনাখরচে বহন করেছে এই এয়ারলাইন্স। প্রতি মরদেহ বহন করতে অন্য এয়ারলাইন্সগুলোকে লক্ষাধিক টাকা পরিশোধ করতে হয়। এর মাধ্যমে পরিবহন খাতে বিমানের ৮  কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার টাকা আয় করা সম্ভব হতো।

এ প্রসঙ্গে, বিমান বাংলাদেশ  এয়ারলাইন্সের  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম  মোসাদ্দিক আহমেদ বলেন, প্রবাসীরা আয়ের জন্য দেশের বাইরে যান। নানা কারণে প্রবাসে তাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মরদেহ  এমনিই দেশে নিয়ে আসা হয়, এজন্য মৃত প্রবাসীর স্বজনকে কোন খরচ দিতে হয় না। বিমান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ দায়িত্ব পালন করছে।

আপনার মতামত দিন