দোহার উপজেলা চেয়ারম্যান পদে ৭৫ কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ

472
নির্বাচন

দোহার উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭৫টি কেন্দ্রে ৩৮৬টি বুথে সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ চলছে। ভোট চলবে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে প্রশাসন।

নির্বাচন উপলক্ষ্যে ২০ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ২ ব্যাটেলিয়ান র‍্যাব, ১ হাজার পুলিশ ও ১ হাজার আনসার সদস্য মোতায়েন রয়েছে। উল্লেখ্য দোহারে মোট ভোটার ১,৬০,৪০১ জন। এদিকে সকালে মেঘুলার শিমুলিয়া কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ করেছে দোয়াত – কলমের সমর্থকেরা।

আপনার মতামত দিন