৭০৭ জনকে নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

31

লোকবল নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত দুই পদে ৭০৭ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ২৬৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৪৪২
বয়সসীমা: অন্যূন ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

 

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জমা দিতে হবে।

অন্য খবর  ৫২৪ জনকে চাকরি দিচ্ছে ডাক বিভাগ

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://bnfe.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা ২০ জুন থেকে আগামী ১৯ জুলাই, ২০২৩ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন। Share

 

আপনার মতামত দিন