ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

19

সেমিফাইনালে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে এসিসি ইমার্জিং কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু ফাইনালে গিয়ে আর পারলেন না লতা মণ্ডলরা। ভারত ‘এ’ দলের কাছে আজ ৩১ রানে হেরে রানার্সআপ হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।

টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশের লক্ষ্য অবশ্য খুব বেশি ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের নারী ‘এ’ দল ৭ উইকেটে ১২৭ রান করে। জবাবে ১৯,২ ওভারে ৯৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

ভারতের ইনিংসে বাংলাদেশ প্রথম আঘাত হানে ৫.৪ ওভারে। শেতা শেরাওয়াতকে তুলে নেন নাদিয়া আক্তার। নাদিয়া পরে আরও একটি উইকেট নেন। ৪ ওভার বোলিং করে তিনি ১৩ রানে ২ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুনও। তবে ৪ ওভারে তিনি রান দিয়েছেন ৩০টি। একটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের সানজিদা আক্তার ও রাবেয়া খান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন দিনেশ বিন্দ্রা।

 

 

আপনার মতামত দিন