৪১তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানা যেতে পারে আজ

19
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানা যেতে পারে আজ

৪১তম বিসিএসে চূড়ান্ত ফল নিয়ে আজ রবিবার সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ সভা থেকে চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ঘোষণা হতে পারে।

পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ৪১তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে আজ একটি সভা রয়েছে। সভায় ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সভা ঠিক কখন শুরু হবে এবং আলোচ্যসূচি কী হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সূত্রটি।

জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন প্রার্থী। এর মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার উত্তরপত্রে ২০ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গরমিল হওয়া উত্তরপত্রগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়। এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় প্রার্থীরা।

আপনার মতামত দিন