২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

69
২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা। ২৪ নভেম্বির থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শুধুমাত্র বাংলা, ইংরেজি ও সাধারন গনিত বিষয়ে এই পরীক্ষা হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংবাদ বিজ্ঞপ্তিতে মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। শুধুমাত্র বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা।

আপনার মতামত দিন