দোহারে স্বেচ্ছাসেবক লীগের একহাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

259

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৭ শতাধিক পরিবার ও মুকসুদপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে এ সব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গা উৎসব। আমাদের দোহার নবাবগঞ্জে ২২৫ টি বেশি মন্দিরে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ওসি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিন উল ইসলাম, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে।

আপনার মতামত দিন