১ ঘণ্টায় শেষ রেলের ১৪ হাজার টিকিট!

13

রেলওয়ের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ২০০ টিকিট একঘণ্টায় বিক্রি হয়ে গেছে। আর টিকিটের জন্য অনলাইনে হিট পড়েছে ৮০ লাখ বার।

শনিবার (১৭ জুন) রেলেওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়,  ২৭ জুনের জন্য রেলের টিকিট বিক্রি শুরুর ১ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বারবার অনলাইনে প্রবেশ করতে ব্যর্থ হয়ে টিকিট না পেয়ে শূন্য হাতে ফিরছেন ঈদে ঘর মুখো যাত্রীরা। যাত্রীদের অভিযোগ এক মিনিটের মধ্যে কিভাবে হাজার হাজার টিকিট শেষ হয়ে গেল। এছাড়া দুপুর বারোটায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

উল্লেখ্য গত বুধবার (১৪ জুন) ঈদুল আযহার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ জুনের টিকিট ১৪ জুন, ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

আপনার মতামত দিন