১৬ জানুয়ারী জয়পাড়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাহবুবকে ছাত্রসংবর্ধনা

187
মাহবুবুর রহমান

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানকে ছাত্র সংবর্ধনা দিবে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। এই ছাত্র সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের এই ছাত্র সংবর্ধনার উদ্যোগ নিয়েছে জয়পাড়া কলেজ ছাত্রলীগ। সংবর্ধনায় জয়পাড়া কলেজ ছাত্রলীগ ছাড়াও দোহার উপজেলা ছাত্রলীগ, দোহার পৌরসভা ছাত্রলীগও অংশ গ্রহন করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিবন্ধন পরিদপ্তরের মহা-পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ড. কে এম আব্দুল মান্নান, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন,  ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল।

সভায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দিবেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদৌল্লা কায়সার, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার মৃধা, জয়নাল মৃধা, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান হোসেন পীরু, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন।

অন্য খবর  দোহারে মহিলা লীগের বিক্ষোভ মিছিল

এছাড়া আরো বক্তব্য দিবেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব, সাধারন সম্পাদক রাজীব শরিফ, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি দীন ইসলাম, সাধারন সম্পাদক কামরুল ইসলাম।

এই ছাত্র সংবর্ধনায় সভাপতিত্ব করবেন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন শান্ত,  ছাত্র সংবর্ধনায় সঞ্চালনা করবেন আওলাদ হোসেন রিয়াদ।

ছাত্র সংবর্ধনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আপনার মতামত দিন