আবু বকর, নিউজ৩৯ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে হেরেছেনন জাতীয় পার্টির (জাপা) কো চেয়ারম্যান সালমা ইসলাম ও দলের চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। তবে হেরেও জাপা থেকে সংসদের সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন। কারণ, জাতীয় পার্টিকে পরিচালনা করতে সবসময় অর্থের জোগান দিয়ে থাকেন সালমা ইসলাম। এবারও তিনি দলকে মোটা অঙ্কের টাকা দিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে তিনি দলীয় ফান্ডে ৫ কোটি টাকা জমা দেবেন। অপরদিকে শেরীফা কাদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাচ্ছেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী হিসেবে। একাদশ সংসদেও জাপার সংরক্ষিত আসনে সালমা ইসলাম ও শেরীফা কাদের সংসদ সদস্য ছিলেন।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে। যেহেতু জাপা এবার ১১টি আসনে জয় লাভ করেছে তাই তারা সর্বোচ্চ দুইটি সংরক্ষিত আসন পেতে পারে।
আপনার মতামত দিন