ঢাকার দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ( ২৯ জুলাই) সকাল থেকে উপজেলার চারটি স্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
এ সময়ে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং জালটাকা সনাক্তকরনসহ সার্বক্ষনিক চিকিৎসক ও নিরাপত্তা বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়। এসময় বেশকিছু ক্রেতা ও বিক্রেতা স্বাস্থ্যবিধি না মানায় বেশ কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ
আপনার মতামত দিন