স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শামসুুদ্দিন শিকদার ফাউন্ডেশনের আয়োজনে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন শিকদার চঞ্চলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহমান পাখি। এ সময় সভায় বক্তব্য রাখেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান শিকদার, মানিক শিকদার, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, প্রিন্স শিকদার, টিটু শিকদার, মোকসুদুল শিকদার, আরিফ শিকদার, গোলাপ শিকদার, রুজেল খান, সাগর শিকদার, হাসান শিকদার, আসানুর শিকদার, মহিউদ্দিন শিকদার, মাহবুব রেজা সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় ডায়মন্ড শিকদার তার বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করলে মুকসুদপুর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে দোহার উপজেলার মধ্যে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।