নবাবগঞ্জের শোল্লায় স্বর্ণালঙ্কার দোকানে ডাকাতি

348

ঢাকার নবাবগঞ্জ উপজেলা শোল্লা বাজারের ‘জয় স্বর্ণ বিতান’ ও ‘গ্রামীণ জুয়েলার্স’ নামে দু’টি দোকানে পাঁচ পাহারাদারকে বেঁধে রেখে দু’টি জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল স্বর্ণালঙ্কারসহ নগদ ১৫ লাখ টাকা নিয়ে যায়।

জানা গেছে, রাত ৩টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত উপজেলার শোল্লা বাজারে ঢুকে পাঁচ পাহারাদারকে বেঁধে রাখে। পরে ‘জয় স্বর্ণ বিতান’ ও ‘গ্রামীণ জুয়েলার্স’ নামে দোকানের সাটারের তালা ভেঙে নগদ স্বর্ণালংকার নিয়ে যায় ডাকতদল।

জয় স্বর্ণ বিতানের রতন মণ্ডল ও গ্রামীণ জুয়েলার্সের মালিক উত্তম শীল জানান, ডাকাতদল নগদ দেড় লাখ টাকা, ৩২ ভরি রূপা ও ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন