স্থগিত হতে যাচ্ছে দোহার পৌর নির্বাচন

222

গত কয়েকদিন ধরেই দোহার পৌরসভা নির্বাচন স্থগিত হওয়ার বিভিন্ন গুজব ভাসছিল পৌর এলাকার আনাচে কানাচে। দীর্ঘ এক যুগ পরে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শুরু হওয়া উৎসবে বেজে ঊঠে বেদনার সুর। বহু কাঙ্ক্ষিত এই নির্বাচন স্থগিতের আশঙ্কায় জনগনের মাঝে দেখা দেয় হতাশা।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,   বিগত ০২/১২/২০১২ তারিখে প্রকাশিত সরকারি গেজেটে লিপিবদ্ধ পৌরসভার পুর্নগঠিত ৪ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা গ্রামকে সংযুক্ত করায় এর  বৈধতা চ্যালেঞ্জ করে চর লটাখোলা গ্রামের অধিবাসী আব্দুস সোবহান গং হাই কোর্টে ৪৩৮৮/২০১৩ নং রিট পিটিশনটি দায়ের করেন।

পরবর্তীতে গত ০৭/০৫/২০১৩ ইং তারিখে হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদর সমন্বয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চ উক্ত রিট পিটিশনটি শুনানী শেষে প্রতিপক্ষদের উপর রুল ইস্যু করেন এবং  দোহার পৌরসভার ৪নং ওয়ার্ডে চর লটাখোলা গ্রামের সংযুক্ততা ও ভোটার তালিকার উপর তিন মাসের স্থগিতাদেশ দেন। বাদী পক্ষে  এই রিট পিটিশনটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তৌফিক ইনাম।

এই স্থগিতাদেশের কারনে আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হতে যাওয়া দোহার পৌরসভা নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে নতুন জটিলতা।

আপনার মতামত দিন