সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দোহারের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি

253
দোহার

অবশেষে সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেন ঢাকার দোহার উপজেলার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার রিজেন্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে রোববার ( ১০ মে) রাতে তিনি বাড়িতে ফেরেন। ওই ব্যক্তির বাড়ি উপজেলার দক্ষিণ জয়পাড়ার মাঝিপাড়া এলাকায়। তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবার।

গত ২১ এপ্রিল দক্ষিণ জয়পাড়া এলাকার ঐ ব্যক্তির শরীরে করোনা পজেটিভের রিপোর্ট আসে। তিনিই দোহারের প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন। পরে তাকে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ২১ দিন চিকিৎসা গ্রহণ শেষে সম্পূর্ণ সুস্থ্যতা লাভ করেন তিনি।রোববার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে ফিরলেও নিয়মানুসারে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন নিউজ৩৯কে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ও ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।

আপনার মতামত দিন