সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সুরুজ আলম

353

নিউজ৩৯ঃ দোহারের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ দোহারের সকলে নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সম্প্রতি তার গলায় ভোকাল কর্ড অপারেশন হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন।

দীর্ঘ কয়েক মাস ধরে তিবি কন্ঠস্বর ও গলার সমস্যায় ভুগছিলেন। স্বাভাবিক কথা বলতে তার কষ্ট হচ্ছিলো। তাই, তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ
এণ্ট হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসক ডা. প্রফেসর জিল্লুর রহমান ভোকাল কর্ডের সফল অপারেশন করে, তাকে ২ সপ্তাহের পর্যবেক্ষণে রেখেছেন৷ এসময় কোন প্রকার কথা বলতে নিষেধাজ্ঞা রয়েছে।

সুরুজ আলম সুরুজ নিউজ৩৯কে বলেন, আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আমি আল্লাহ রহমতে ও আপনাদের দেয়ায় আমি ভালো আছি। তবে, ডা. আমাকে দুই সপ্তাহ কথা বলতে নিষেধ করেছে। আমি দোহার – নাবাবগঞ্জ বাসির কাছে দোয়া চাই। তাদের সন্তান যেন দ্রুত সুস্থ হয়ে তাদের সেবায় আবার বাড়ি ফিরে আসতে পারে সেজন্য তিনি দোয়া চান।

আপনার মতামত দিন