সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

189
সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দোহার উপজেলার সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহ্ মনিরুল ইসলাম চিশ্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ অ্যাড. রমজান আলী শিকদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রবি আজিয়াটা লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রামীণফোনের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার এম, এ, খান সোহেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কমল রতন পাল, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাই হারেজ, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য সেলিম বেপারী, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম বিশ্বাস, প্রধান শিক্ষক মো.তারিকুল ইসলাম,  সহ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মতামত দিন