সুগন্ধা নদীতে জাহাজ বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার

21
সুগন্ধা নদীতে জাহাজ বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ বিস্ফোরণের ঘটনার দু’দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে বিস্ফোরণে জাহাজের খসে যাওয়া অংশ উদ্ধারের সময় ভেসে ওঠে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমানের মরদেহ। নিখোঁজ বাকি দুই কর্মীর খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল।

সাগর নন্দিনি-২ নামের জাহাজটি চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে ঝালকাঠিতে যায়। রাজাপুরে জ্বালানি তেল খালাসের জন্য নৌযানটি নোঙর করা ছিল। শনিবার দুপুরে (১ জুলাই) ট্যাংকারে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় নৌযানে।

আপনার মতামত দিন