সিরাজদিখানে বাস সিএনজি সংঘর্ষ: নিহত ২জনই দোহারের

101
সিরাজদিখানে বাস সিএনজি সংঘর্ষ: নিহত ২জনই দোহারের

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯: দোহার- ঢাকা আঞ্চলিক সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খারশুর ব্রীজ সংলগ্ন এলাকায়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির গতি বেশি ছিলো এবং রাস্তার মাঝ বরাবর ডানদিকে চলছিলো। সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হনারিশা সাতভিটা গ্রামের আব্দুর রহমান ও ইসলামপুর খালপাড় গ্রামের রাজ্জাকের ছেলে শাহীন। সিরাজদিখান থানার শেখেন নগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা।

আপনার মতামত দিন