সিইসি হলেন কে এম নুরুল হুদাঃ আওয়ামীলীগ ১, বিএনপি ১

    975

    নিউজ৩৯ঃ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির দেয়া ১০ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সচিবালয়ের রাত সাড়ে ৯টা সংবাদ সম্মেনেল মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রস্তাবিত নামের তালিকা ঘোষণা করেন। সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা নাম প্রস্তাব করেন। নতুন চার নির্বাচন কমিশনার হচ্ছেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক বিচারক কবিতা খানম এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী। এদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার এর নাম বিএনপি এবং সাবেক জেলা ও দায়রা জজ বিচারক কবিতা খানম এর নাম আওয়ামীলীগ প্রস্তাব করেছিল।

    আপনার মতামত দিন