সালমান রহমানের দোহারবাসীকে ইদ শুভেচ্ছা উপহার বিতরণ

136

শরীফ হাসান, স্টাফ রিপোর্টার নিউজ৩৯ঃ কুরবানির ইদ উপলক্ষে দোহার উপজেলার বিভিন্ন স্থানে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সালমান ফজলুর রহমান। এমপির নিজস্ব অর্থায়নে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে এসব ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে এই উপহার তুলে দেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

সে সময় দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলার ইউএনও মোবাশ্বের আলম জানান ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে মোট ২০২৫ প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় হতদরিদ্রের মাঝে। এই ঈদ উপহারের মধ্যে ছিলা ২ কেজি চিনিগুড়া চাল, ২ প্যাকেট সেমাই, ১ লিটার তেল, ১ কেজি চিনি এবং মাহমুদপুর ও মধুরচর এর আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র বাসিন্দাদের জন্য ২ টি গরু ও মোট ১২০ কেজি পোলাও চাল বিতরণ করা হয়েছে।

এই ঈদ উপহার সামগ্রী বিতরনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন, স্থানীয় সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা চেয়ারম্যান সকলের সমন্বয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের এই ঈদ উপহার ও মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

অন্য খবর  প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষাকেন্দ্র সরকারি পদ্মা কলেজঃ সর্বোচ্চ মানের প্রত্যাশা অধ্যক্ষের

ইতঃমধ্যে নবাবগঞ্জ উপজেলায়ও ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার মতামত দিন