নবাবগঞ্জের সাদাপুরে বিদ্যালয় ভবনে ফাটল, পরীক্ষা হচ্ছে স্কুলের বারান্দায়

274

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৮৯নং সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল ধরায় শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় পরীক্ষা দিচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ৭ মে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটিতে ফাটল দেখতে পেয়ে উপজেলা প্রকৌশলীকে জানায়। সংবাদ পেয়ে উপজেলা সহকারি প্রকৌশলী সুশীল চন্দ্র সরকার ভবনটি পরিদর্শণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিদ্যালয়ের ভবনটি সাময়িকভাবে ব্যবহার না করার জন্য নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশ পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে বিদ্যালয়ের বারান্দায় পরীক্ষা নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, সাময়িকভাবে ভবনটি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত দিন