সরকার নির্ধারিত দামেও বিক্রি হলো না চামড়া

17
সরকার নির্ধারিত দামেও বিক্রি হলো না চামড়া

প্রতিবছরই লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে কাঁচা চামড়া বিক্রির সময় সেই দর অনুসরণ করা হয় না।

চলতি বছর রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত দাম অনুযায়ী ঢাকার মধ্যে মাঝারি আকারের ২৫ বর্গফুটের একটি লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৭৫ টাকা। এই হিসাব থেকে লবণ, মজুরি ও অন্যান্য খরচ বাবদ ৩০০ টাকা বাদ দিলে ওই চামড়ার আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৫০ থেকে ১ হাজার ৭৫ টাকা।

তবে গত বৃহস্পতিবার কোরবানি ঈদের দিনে পুরান ঢাকার পোস্তাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে, মাঝারি আকারের চামড়া বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮৫০ টাকার; অর্থাৎ সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ২০০ টাকা কমে বাজারে কাঁচা চামড়া বিক্রি হয়েছে।

কোরবানির সময় প্রতিবছরই লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে পশু জবাইয়ের পর প্রাথমিকভাবে কাঁচা চামড়া বিক্রির সময় সেই দর অনুসরণ করা হয় না। অনেকটা অনুমানের ভিত্তিতে কাঁচা চামড়া বেচাকেনা হয়। ফলে প্রতিবছরই চামড়ার ন্যায্য দাম না পাওয়া নিয়ে অভিযোগ করেন কোরবানিদাতা ও মৌসুমি ব্যবসায়ীরা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

অন্য খবর  নবাবগঞ্জের ইছামতি নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

 

আপনার মতামত দিন