নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় প্রতিয়োগিতা অনুষ্ঠিত

340

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ১৪ জানুয়ারী মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লি গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় প্রতিয়োগিতা। প্রতি বছরের মত এ বছরও এ ষাঁড়ের দৌড় দেখতে ভীড় জমায় হাজার হাজার মানুষ। যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের মধ্যে ষাঁড়ের দৌড় একটি। আর গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করেন বিলপল্লি সবুজ সংঘ।

এ লড়াই দেখতে ভীড় জমায় নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ হাজার হাজার মানুষ। এ ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৯টি ষাঁড়। ষাঁড়ের লড়াই দেখতে আসা বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ জানায়, এ ধরনের প্রতিযোগিতা গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে। বিলপল্লি গ্রামে এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করে আমাদের হারানো ঐতিহ্য ধরে রাখার প্রয়াস।

নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পলাশ চৌধুরী বলেন, “এটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্য। এটি এক  পর্যায়ে হারাতে বসেছিল আমরা তা ধরে রাখার চেষ্টা করছি।”

আপনার মতামত দিন