শ্রীনগরে ভূমিকর উন্নয়ন মেলায় ৪ লাখ টাকার কর আদায়

214

শ্রীনগরে ভূমিকর উন্নয়ন মেলায় ৪ লাখ টাকার কর আদায় হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবা অবহিতকরণ মেলার  উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ মমিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, মো. মনির হোসেন মিটুল প্রমুখ। মেলায় সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত দিন