শ্রীনগরে কষ্টি পাথরের মূর্তিসহ দোহারের যুবক আটক

312

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ৫ কেজি ও জনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন সিআইড পুলিশ। সেই সাথে হামজা (৩০) নামক যুবককে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ বালাশুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, দক্ষিণ বালাশুর এলাকার হামজা মার্কেটের মালিক হামজাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঢাকার সিআইডি পুলিশ। এসময় তার হেফাজতে থাকা আনুমানিক ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়।

তবে, মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা উদ্ধারকারীরা যাচাই বাছাই করে দেখছেন। এর বেশি কিছু জানেন না বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত হামজাকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

এদিকে, আটককৃত হামজা দোহার উপজেলার উপজেলার মৃত আমিনউদ্দিনের ছেলে। বালাশুর মামুন খোড়ার বাড়ির ভাড়াটিয়া।

আপনার মতামত দিন