নবাবগঞ্জের শোল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

225

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে শ্রাবন নামে সাড়ে ৩ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। ১৭ ডিসেম্বর  মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে শ্রাবন মদনমহনপুর গ্রামের মামা বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের অগোচরে শ্রাবন বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বিকাল সাড়ে ৩টার স্থানীয়রা শিশুটির দেহ ভেসে থাকতে দেখেন। পরিবারের লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন