শীতের তীব্রতার মধ্যে বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির আভাস

31
শীতের তীব্রতার মধ্যে বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির আভাস

পৌষের শেষে শীতের তীব্রতা বাড়ায় গত কয়েকদিন ধরেই কাঁপছে পুরো দেশ। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও সারাদিনেও মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও মিলছে। 

শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ১৮-১৯ (বৃহস্পতিবার-শুক্রবার) জানুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।

এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আরও দুয়েকদিন কুয়াশা থাকার পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে পারে।

আপনার মতামত দিন