ছবি: শীতার্তদের সহায়তায় ভয়েস৩৯

893

শীতার্ত মানুষের পাশে দাড়াতে, শীতের কষ্ট থেকে তাদের রক্ষা করতে নিউজ৩৯ এর পাঠক ফোরাম ভয়েস৩৯ এর পক্ষ থেকে দোহারে প্রানকেন্দ্র জয়পাড়ায় পুরাতন কাপড় ও অর্থ সংগ্রহ করা হয়। এই ক্যাম্পেইনে অংশ গ্রহন করে জয়পাড়া কলেজের ভয়েস৩৯ সদস্যরা।

সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত।

ক্যাম্পেইনে অর্থ সহায়তার পাশাপাশি অনেকে পুরোতন জামা, সোয়েটার, প্যান্ট দিয়ে সহায়তা করে। এছাড়া অনেকে পরবর্তীতে অর্থ দিয়ে সহায়তা কর ছাড়াও পুরনো জামা কাপড় প্যান্ট দেয়ার প্রতিশ্রুতি দেয়।

প্রথম দিনের দুই ঘন্টার এই ক্যাম্পেইনে দাতারা ১২৫২৪ টাকা শীতার্তদের জন্য দান করে। প্রথমে ভয়েস ৩৯ এর সদস্যরা উপজেলা গেইটে দাড়ালে সাধারন মানুষ তাদের অর্থ ও জামা কাপড় দিয়ে সহায়তা করে। এই কার্যক্রমের কিছু ছবি:

 

2

 

1

 

1

 

1

আপনার মতামত দিন