শিশুদের মাদকের হাত থেকে বাঁচাতে হবে: তারেক রাজিব

58

ঢাকার দোহার- নবাবগঞ্জ চালনায় ইটভাটার শ্রমিকদের সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত বর্ণমালা বিদ্যালয় “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় চালনাই সড়ক সংলগ্ন, মাঝিরকান্দা এলাকায় বর্ণমালা বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

হান্নান সোহাগের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক ও news39.net সম্পাদক(ভারপ্রাপ্ত) মু,তারেক রাজিব।

প্রধান অতিথি বক্তব্য মু, তারেক রাজীব বলেন,আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নেশার হাত থেকে বাঁচাতে হবে। তাদের উপরেই নির্ভর করছে বৃদ্ধ বয়সে তাদের মা-বাবার ভবিষ্যৎ। তাদের শিক্ষার সুযোগ চলমান রাখতে পিতা-মাতার প্রতি তিনি আহবান জানান।

তিনি আরো বলেন, যারা এই বিদ্যালয়টি পরিচালনা করছে তারাও ছাত্র। তারা তাদের নিজেদের টাকা দিয়ে এই সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখার ব্যাবস্থা করছে। যাতে করে ঐ সুবিধা বঞ্চিত শিশুদের মা-বাবার মুখে হাসি ফোঁটে। আজ আমার পরিবারকে, সমাজকে ভালো রাখতে হলে এই সুবিধাবঞ্চিত এই শিশুদেরকে এগিয়ে নিতে হবে। আর তাদের সুরক্ষার জন্য তাদেরকে মাদকমুক্ত রাখতে হবে, পিতা-মাতাকেও মাদকমুক্ত থাকতে হবে, সদাচরণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান, দৈনিক সকালের সময়ের দোহার প্রতিনিধি আল-আমীন হোসাইন, বর্ণমালার প্রতিষ্ঠাতা কালীন সদস্য মোঃ মুয়াজ,অরিন মোড়ল,রাতুল মোল্লা, ইয়ামিন প্রমুখ। প্রোগ্রামের স্পন্সর ছিলো নবাবী কাচ্চি প্রতিষ্ঠান। প্রোগ্রাম শেষে অভিভাবক এবং শিশুদের মাঝে পুষ্টিকর বিস্কুট ও বিরিয়ানি বিতরণ করা হয়।

আপনার মতামত দিন