শিথিল হচ্ছে লকডাউন; চলবে গণপরিবহন লঞ্চ ও ট্রেন

55

শিথিল হচ্ছে লকডাউন; চলবে গণপরিবহন লঞ্চ ও ট্রেন দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশে শুরু হবে লঞ্চ ও ট্রেন চলাচল। এছাড়াও আগামী সোমবার থেকে শুরু হবে বাস সহ সকল গণপরিবহন চলাচল। দেশে চলমান লকডাউনের ফলে দীর্ঘ দিন যাবৎ বন্ধ রয়েছে বাস, ট্রেন, লঞ্চ সহ সকল গণপরিবহন। কিন্তু দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খুলে দেওয়া হচ্ছে সকল গণপরিবহন। এছাড়াও অভ্যন্তরীন রুটে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হবে। আন্তজার্তিক রুটে ১৫ই জুন পর্যন্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব প্রায় তিন মাস লকডাউনের আওতায় ছিল। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার ও মৃত্যুর মিছিল কিছুটা নিয়ন্ত্রণ করা গেলে শিথিল করা হয় লকডাউন। বিভিন্ন দেশের মত বাংলাদেশেও অর্থনীতির চাকা সচল রাখতে ও পরিবহণ মালিক-শ্রমিকদের কথা বিবেচনা করে লকডাউন শিথিল করা হচ্ছে। বিআইডব্লিওটিএ জানায়, স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে লঞ্চ চলাচল শুরু হবে। এজন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে বাস সহ সকল গণপরিবহনের ভাড়া বাড়তে পারে এবং ইঙ্গিত দিয়েছেন বাস মালিক সমিতি।

আপনার মতামত দিন