শিকারীপাড়ায় মন্দির হতে প্রতিমা চুরি

327

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গংগাদিয়া জানাবাজ গ্রামে গত ২৭শে ফেব্রুয়ারী রাতে মন্দির হতে প্রতিমা চুরি হয়েছে। গংগাদিয়া জানাবাজ গ্রামে দাস পাড়ার নদীর তীরে অবস্থিত কালী মন্দির থেকে কালী প্রতিমার মাথার গহনা ও কানে পরিহিত র্স্বণের দুল চুরি হয়েছে।

এলাকাবাসী জানায়, ২৮ ফেব্রুয়ারী সকালে মন্দিরে এলে কালী মূর্তিটিকে মাথা বিহীন অবস্থায় উপুড় হয়ে পরে থাকতে দেখা। পরে আশেপাশে খোজাখুজি করেও মূর্তির হারানো অংশটি খুজে পায় নি, কে বা কারা মূর্তির মাথাটি নিয়ে গেছে।

অপর দিকে একই রাতে গংগাদিয়া জানাবাজ মনিপাড়ায়  একটি বাড়ির মন্দির থেকে প্রায় ১৫ কেজি ওজনের পিতলের একটি লক্ষ্মী প্রতিমা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাড়ির মালিক কিশোর মনি দাস বলেন, ২৮ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে দেখি পিতলের প্রতিমা মন্দিরে নেই। তিনি বিষয়টিকে অত্যন্ত গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন। 

আপনার মতামত দিন