শিকারীপাড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

918

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া থেকে সাধু বিশ্বাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  তাকে আটক করা হয়। আটককৃত সাধু বিশ্বাস জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের সন্তোষ বিশ্বাস ছেলে।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরহাদুজ্জামান ভূইয়া ও এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিবপুর থেকে সাধু বিশ্বাসকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। পরে মাদক আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত দিন