শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর প্রীতি ফুটবলম্যাচ অনুষ্ঠিত

186
দোহারে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে ধীৎপুর শহীদ শাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ৬ ই আগস্ট (বৃহস্পতিবার) সংগঠনের সদস্যদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সালমান মাহমুদ সকাল ৯ ঘটিকায় খেলার উদ্ভোদনী ঘোষণা করেন। সংগঠনের সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। দুটি গ্রুপের অধিনায়কের দায়িত্ব পালন করে যথাক্রমে সি. সহ-সভাপতি মোঃ সুজন মাহমুদ এবং প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়। খেলায় নির্ধারিত সময়ে ৬-৫ গোলে রফিকুল এর টিম জয়লাভ করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আদনান মাহমুদ৷ ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির। উক্ত খেলার অন্যান্য খেলোয়াড় বৃন্দ- মোঃ মামুন হোসেন, সেলিম আশ্রাফ, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আলহক হোসাইন, ওমর ফারুক, জাহাঙ্গীর হোসেন, সেলিম শিকদার, শাকিল হোসাইন, নূর মোহাম্মদ, এনামুল হাসান, ইয়াসিন আরিয়ান, মেহেদী হাসান, ফয়সাল হোসেন, জুনায়েত হোসেন প্রমুখ।
আপনার মতামত দিন