শাইনপুকুর থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

325

দোহারের শাইনপুকুর থেকে ৩৬৩ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী নাসির হালদার(৩৮)-কে আটক করেছে র‍্যাব ১১। রবিবার দুপুর ১ টার দিকে বালাশুরের র‍্যাব ১১ এর ক্যাম্প কমান্ডার এএসপি মাসুদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃত নাসির ঝালকাঠি উপজেলার পুকুরিজানি গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ঘরে এই এলাকায় কাজ করা মাদক চোরাচালান চক্রের একজন অন্যতম সদস্য বলে র‍্যাব ১১ জানায়। 

আপনার মতামত দিন