শপথ গ্রহণ করলেন দোহারের তিন ইউপি চেয়ারম্যান

142

ঢাকার দোহার উপজেলার ৩টি ইউনিয়ন রায়পাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানত্রয় সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন।

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।

এসময় বিদায়ী ডিসি বলেন,জনগণ আপনাদের ভোট দিয়েছেন তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আপনার ভাবতে হবে আপনার ইউনিয়নের সকল ভোটারগণ আপনাকে ভোট দিয়েছেন। তাদের ভোটে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের এলাকার উন্নয়নসহ সরকারের নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা কাজ করবেন। জনগণ যেনো আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন এই প্রত্যাশা করছি।

এসময় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের সমর্থক ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন