শনিবার নবাবগঞ্জে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যুব মহিলা লীগের সভা

292
শনিবার নবাবগঞ্জে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যুব মহিলা লীগের সভা

ধর্ষনের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সভা আহবান করেছে নবাবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ। শনিবার ১৭ অক্টোবর বেলা ৩ টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা আহবান করা হয়।

বিষয়টি সংগঠনের নবাবগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক প্রিয়াংকা খাঁন এ্যানি নিশ্চিত করেছেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকান জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য যে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় মৃত্যুদণ্ডের বিধানটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হলো।

এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

আপনার মতামত দিন