দোহারের মৈনটে মা ইলিশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

111
দোহারের মৈনটে মা ইলিশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

ঢাকা জেলার দোহারে দোহার উপজেলা মৎস পরিষদের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট আশ্রয়ণ প্রকল্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টায়, উপজেলা মৎস পরিষদের উদ্যোগে, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে মাহমুদপুরের মৈনট আশ্রয়ণ প্রকল্পে এই মা ইলিশ সংরক্ষণের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন।

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। ইলিশ দেশের চাহিদা মিটিয়ে, বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্যন হয়। এর জন্য মা ইলিশ রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে। পরে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৮ শত জেলেদের মাঝে ত্রাণ সহয়তা প্রদাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, ৎস কর্মকর্তা লুৎফর নাহার ও নৌ-পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান প্রমূখ।

আপনার মতামত দিন