শরীফ হাসান দোহার (ঢাকা) প্রতিনিধি : জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ০৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আসছেন। নবাবগঞ্জের বারুয়াখালী মাঠে বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটি আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামবে, তাই আগত দর্শক-শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার অনুরোধ জানান আয়োজকরা।
এ বিষয়ে হারুন উর রশিদ জানান, ৮ ফেব্রুয়ারী দুপুরে মিজানুর রহমান আজহারী আমাদের এখানে ওয়াজ মাহফিল করবেন। সে জন্য আমরা মাহফিল শোনার জন্য ৭টি মাঠ তৈরি করেছি এর মধ্যে ৬টি মাঠ পর্দাসহকারে শোনার জন্য মহিলাদের জন্য রেখেছি। সেই সাথে মাহফিলের ৭টি স্থানেই দেওয়া হবে এলইডি প্রজেক্ট। ১২টি মাঠ গাড়ি ও মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন পার্কিং এর জন্য রাখা হয়েছে। মাহফিলে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয় স্থানীয় বাসিন্দা মুসলেম বেপারি জানান, মাহফিল বাস্তবায়নের জন্য কমিটির লোকজন দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন স্থানে পেন্ডেল এর কাজ করা হচ্ছে দিনে ও রাতে মিলিয়ে। আমার দেখা আমাদের বারুয়াখালীতে এটাই বড় মাহফিল আমরা আশা করছি এ মাহফিলে প্রায় ১০-১২ লক্ষ লোক আসবে বিভিন্ন স্থান থেকে।
মাহফিলের বিষয় দোহার সার্কেল এ এসপি আশরাফুল আলম জানান, মাহফিল বাস্তবায়নের জন্য কমিটির সাথে আমাদের কথা হয়ে। মাহফিলের দিন আমাদের ট্রাফিকের টিম থাকবে কারণ তারা জানিয়েছেন ১০-১২ লক্ষ লোক উপস্থিত হবে এ মাহফিলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন ধরনের গোয়েন্দা বিভাগের লোক এ মাহফিলে উপস্থিত থাকবে।